ভোটের আগে যেভাবে আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জেনে নিবেন
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি নির্বাচনে ১৬১০৩ নম্বরে এসএমএস করে জানা যাবে কেন্দ্রের নাম ও ভোটার নাম্বার।
✪ ২৫ এপ্রিল (শনিবার) থেকে যে কোনো মোবাইল ফোন থেকে ১৬১০৩ নম্বরে এসএমএস পাঠিয়ে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানতে পারবেন ভোটাররা।
✔ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর ১৭ অংকের হলেঃ
মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার তার প্রয়োজনীয় তথ্য পাবেন।
✔ এনআইডি নম্বর ১৩ অংকের হলেঃ
PC লিখে স্পেস দিয়ে চার ডিজিটের জন্ম সাল লিখে তারপর এনআইডি নম্বরটি টাইপ করে ১৬১০৩ নম্বরে পাঠাতে হবে।
✔ যাদের জাতীয় পরিচয়পত্র নেইঃ
ভোট দেওয়ার জন্য জাতীয় পরিচয়পত্রের (NID কার্ড) প্রয়োজন নেই। যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু NID কার্ড পাননি তারাও ভোট দিতে পারবেন।
তারা PC লিখে স্পেস দিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর লিখে স্পেস দিয়ে জন্মতারিখ (dd-mm-yyyy) লিখে ১৬১০৩ নম্বরে পাঠালে প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।
✪ এছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.ec.org.bd অথবা www.nidw.gov.bd থেকেও কেন্দ্র ও ভোটার নম্বর পাবেন ভোটাররা।
✪ নির্বাচন কমিশনের সহায়তাকেন্দ্রের ০৩৫৯০১২৩৪৫৬ নম্বরে ফোন করে ভোটাররা একই তথ্য জানতে পারবেন।
মন্তব্য চালু নেই