খালেদার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসিকে অভিযোগ

নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ এনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত সহস্র নাগরিক কমিটি।

নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে বৃহস্পতিবার বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল এ অভিযোগপত্র জমা দেয়।

সাক্ষাৎ শেষে সহস্র নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম কুদ্দুস বলেন, ‘আমরা সিইসিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনী আচরণবিধি পরিপন্থী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ দিয়েছি।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া সরকারি সুবিধাভোগী না হলেও দলের প্রধান হিসেবে নির্বাচনী অংশ নেওয়া আচরণবিধির লঙ্ঘন। এছাড়া তার জন্য নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।’

গোলাম কুদ্দুস আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বিদ্বেষমূলক বক্তব্য, রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, যা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন।’

ঘণ্টাব্যাপী ওই বৈঠকে গোলাম কুদ্দুস ছাড়াও সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, ড. নাজমা শাহীন, এডভোকেট রিয়াজুল কবির কাওসার, এস কে হাবিবুল্লাহ ও রাসেল আশিকী উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই