‘খালেদার গাড়ি বহরের হামলাকারীদের চিনি না’

খালেদার গাড়িবহরের হামলাকারীদের চেনেন না বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক। সেইসঙ্গে ওই হামলায় তার সম্পৃক্ততার বিষয়টিকে অপপ্রচার উল্লেখ করে তিনি ভোটাদের প্রতি আস্থাশীল বলেও জানিয়েছেন।

বুধবার ফেসবুকে আনিসুল হকের অফিশিয়াল ফ্যান পেজে এক বিবৃতিতে তিনি এসব কথা লেখেন।

ভোটার ও সমর্থকদের উদ্দেশে লেখা বিবৃতিতে আনিসুল হক বলেন, ‘আমি যখন নির্বাচনী প্রচারণায় যাই, তখন মানুষ যেমন ভিড় তৈরি করে, তেমনি আমিও মানুষের ভিড়ের মধ্যে গিয়ে আমার কর্মসূচি বোঝানোর চেষ্টা করি, বোঝার চেষ্টা করি মানুষের সমস্যা, সংকট ও প্রয়োজন। এসব ভিড়ের অনেকেই ব্যক্তিগতভাবে আমার পরিচিত না হওয়াটাই স্বাভাবিক। তবু সরাসরি পরিচিত নয় এমন মানুষই হয়তো ভোট দেবেন, নির্বাচন করবেন। তাই তাদের প্রতি আমার শ্রদ্ধা।’

খালেদার গাড়ি বহরে হামলাকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমসহ কয়েকটি প্রচারমাধ্যমে দেখতে পাচ্ছি, এমন কিছু লোককে আমার পাশে চিহ্নিত করে দেখানো হচ্ছে, বলা হচ্ছে, “ভদ্রবেশী আনিসুলের সঙ্গে ঘাতক সমর্থকেরা”। এদের আমি চিনি না, এদের সাথে আমার কোনো সম্পর্কও নেই। আমি যেহেতু সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই, ফলে আমার প্রচারণায়, পদযাত্রায় কে আমার পেছনে দাঁড়ালো বা অনুগামী হলো, তাদের সবাইকে চেনা বা তার দলীয় পরিচয় জানাও আমার পক্ষে সম্ভব হয় না। তাই রাজপথে জনসংযোগের সময় ভিড়ের মধ্যে কোনো দুষ্কৃতকারীর ছবি থাকা প্রমাণ করে না যে, সে বা তারা আমার কর্মী। বরং আমি যে পরিচ্ছন্ন, নিরাপদ ঢাকার কর্মসূচির কথা আপনাদের বলছি, তাতে অপরাধী, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের কোনো আশ্রয় নেই।’

খালেদার গাড়ি বহরের হামলার বিষয়ে আবারো নিন্দা জানিয়ে তিনি লেখেন, ‘বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে যে হামলা হয়েছে, তা অন্যায় ও নিন্দনীয়। এই ধরনের ঘটনার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে ঘোলাটে করা হচ্ছে, অস্থিতিশীল করা হচ্ছে। এর ফলে আমরা যারা নির্বাচনী মাঠে আছি, নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করি, জনগণের মতামতে বিশ্বাস করি তারাই ক্ষতিগ্রস্ত হবো, সুবিধা নেবে নির্বাচন ও জনগণ বিরোধী অপশক্তি। অবিলম্বে এই ঘটনার তদন্ত ও বিচার হওয়া উচিত।’

ভোটারদের উদ্দেশ্য করে সাবেক এই ব্যবসায়ী নেতা লেখেন, ‘আশা করি, আমি কোন্ কর্মসূচি নিয়ে এগোতে চাই আর চলমান রাজনীতির কোন্ খারাপ, নোংরা ও কূটকৌশলগুলো আমার বিরুদ্ধে অপপ্রচার ও বিতর্ক তৈরি করার চেষ্টা করছে, তা ভোটাররা বুঝবেন। আপনাদের ওপর আমার আস্থা রয়েছে।’



মন্তব্য চালু নেই