দ্বিতীয় দিনের প্রচারণায় খালেদা জিয়া

ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে দ্বিতীয় দিনের প্রচারণায় নেমেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

গুলশানের বাসভবন ফিরোজা থেকে রবিবার বিকেল ৪টা ২৫ মিনিটে খালেদা জিয়া উত্তরার উদ্দেশে রওয়ানা দেন।

খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান  জানান, উত্তরা থেকে গণসংযোগ শুরু করবেন খালেদা জিয়া। এরপর তিনি মিরপুর ও মোহাম্মদপুরে যাবেন।

এদিকে শনিবার বিকেলে তাবিথের পক্ষে প্রথম দিনের প্রচারণা চালান বিএনপি চেয়ারপারসন। এদিন তিনি গুলশান, মহাখালী ও হাতিরঝিল এলাকায় গণসংযোগ করেন।



মন্তব্য চালু নেই