ভয়ভীতি দেখাচ্ছেন মিরপুরের ওসি, ইসি নিশ্চুপ
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি।
দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে বলে মনে হয় না। পক্ষপাত আচরণ করছে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন মওদুদ আহমেদ। শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বিএনপি সমর্থিত কাউন্সিলরদের নিয়ে প্রথমে বৈঠক করেন, পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তার কয়েকজন সমর্থককে পোস্টারসহ তুলে নিয়ে গেছে। মিরপুর থানার ওসি সবাইকে ভয়ভীতি দেখাচ্ছে। সকল থানার একই চিত্র।’
মওদুদ আহমদ বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে না পারলে আমরা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানাবো।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ঢাকা আর্দশ আন্দোলনের আহবায়ক অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, সংগঠটির সদস্য কবি আব্দুল হাই শিকদার, অধ্যাপক ড. সুকোমল বড়–য়া, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই