ধানমন্ডিতে ছাত্রকে পিটিয়ে হত্যা করলো অপর শিক্ষার্থীরা

রাজধানী ঢাকার ধানমণ্ডির ঝিগাতলায় এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী।
সোমবার বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত ছাত্রের নাম আয়াজ (১৬)। সে ধানমণ্ডি গর্ভমেন্ট ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি পাস করেছে। তার বাবার নাম অ্যাডভোকেট শহীদুল হক। সে ৬৬/৪ নর্থ সার্কুলার রোড কলাবাগান এলাকায় থাকত।
জানা যায়, নিহত আয়াজের বড়ভাই আরজিন সিটি কলেজে পড়াশোনা করে। ঐ কলেজের ছাত্রদের একটি গ্রুপের সঙ্গে তার দ্বন্দ্ব ছিলো। এরই জের ধরে সিটি কলেজের শিক্ষার্থীদের ঐ অংশটি আয়াজকে পিটিয়ে হত্যা করে।
ধানমণ্ডি থানার এএসআই জাহাঙ্গীর আলম জানান, সোমবার বিকেল সোয়া ৪টার দিকে ওই ছাত্রকে ঝিগাতলার বিজিবি গেটের অদূরে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ওই সময় সে যন্ত্রণায় ছটফট করছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সিটি কলেজের কয়েকজন ছাত্র ছেলেটিকে ব্যাপক মারধর করে।



মন্তব্য চালু নেই