উৎসবমুখর স্থানে নির্বাচনী প্রচারণা নয়

বাংলা নববর্ষের উৎসবস্থানে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা না চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার দুপুরে রাজধানীর খামারবাড়ি সড়ক সংলগ্ন কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের সকল প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ প্রার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশে মিহির সারওয়ার বলেন, ‘আগামীকাল বাংলা নববর্ষ। তাই পুরো রাজধানী জুড়ে উৎসবমুখর পরিবেশ থাকবে। তাই যারা প্রার্থী আছেন, তারা এই উৎসবের মাঝে গিয়ে কোনো প্রকার প্রচারণা চালাবেন না। কারণ এটি একটি উৎসবের দিন। এই দিনে সাধারণত বিভিন্ন স্থানে বিপুল জনসমাগম হয়ে থাকে। তবে জনসমাগম স্থান ছাড়া অন্য স্থানে সাধারণ দিনের মতো প্রচারণা চালাতে পারবেন।’

তিনি প্রার্থীদের প্রতি অনুরধ জানিয়ে বলেন, ‘বৈশাখের দিনে আপনারা এমন কিছু করবেন না, যেটা নির্বাচনী প্রচারণা হয়ে যায়। আমি আশা করব, সবাই নির্বাচনী আচারণবিধি মেনে চলবেন।’



মন্তব্য চালু নেই