প্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন সিইসি

ঢাকা দুই সিটি (উত্তর ও দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহম্মেদ মতবিনিময় সভা করবেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব সামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি পালনে সবার সহযোগিতা কামনা ও বিধি লঙ্ঘনে ব্যবস্থার বিষয়ে প্রার্থীদের নির্দশনা দেবেন সিইসি। সেই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।’

প্রতীক বরাদ্দের শেষে ১০ এপ্রিলের পর তিন সিটিতে আলাদাভাবে মতবিনিময় সভা করবেন বলে জানান তিনি।

এসভায় উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রার্থী, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, রিটার্নিং অফিসার উপযুক্ত সময় ও ভেন্যু ঠিক করবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।১১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে মতবিনিময় সভা হতে পারে বলে জানান তিনি।

সুষ্ঠু নির্বাচনে কমিশনের ব্যবস্থা, সবার প্রতি সমান আচরণ, অভিযোগ নিষ্পত্তি, প্রার্থীদের সতর্ক করা ও ভোটারদের আশ্বস্ত করার বিষয়ে ইসির নির্দেশনার কথা সভায় তুলে ধরবেন সিইসি বলে জানা যায়।

ঘোষিত তফসিল অনুযায়ী, ১ ও ২ এপ্রিল বাছাই চলবে। আপিল নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ২৮ এপ্রিল তিন সিটিতে ভোট হবে।



মন্তব্য চালু নেই