দাড়ি রাখায় ছয় বছরের কারাদণ্ড
চীনের মুসলমান অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে দাঁড়ি রাখা ও ‘সমস্যা সৃষ্টি’র অভিযোগে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে একটি আদালত। একই সঙ্গে বোরকা পড়ার অপরাধে তার স্ত্রীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার জিনজিয়াংয়ের একটি স্থানীয় সংবাদপত্র এ তথ্য জানিয়েছে।
দাড়ি রাখার ব্যাপারে জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের ওপর গত বছর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। এছাড়া মুসলমান নারীরা যাতে মাথায় হিজাব ব্যবহার না করেন সে জন্য প্রদেশটিতে ‘সৌন্দর্য প্রকল্প’ নামে একটি প্রকল্প চালু করা হয়েছে।
জিনজিয়াংয়ের মরু শহর কাশগড়ের একটি আদালত ৩৮ বছর বয়সী ওই মুসলমানকে ছয় বছরের এবং তার স্ত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। ২০১০ সাল থেকে ওই ব্যক্তি দাড়ি রাখছিলেন। এছাড়া তার স্ত্রী বোরকা ও নেকাব দিয়ে মুখ ঢেকে রাখতেন।
আদালত ওই দম্পতির বিরুদ্ধে ‘সমস্যার সৃষ্টি ও ঝগড়ার’ মতো অপরাধে অভিযোগ এনেছে। জিনজিয়াংয়ের আদালত অবশ্যই প্রায় মুসলমানদের বিরুদ্ধে অস্পষ্ট এ ধরনের অভিযোগে শাস্তি দিয়ে থাকে।
মন্তব্য চালু নেই