মনজুর কমলা, নাছিরের হাতি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে কমলালেবু প্রতীক চেয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন চেয়েছেন হাতি।

নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত নির্বাচনে এম মনজুর আলম আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। আর আ জ ম নাছির উদ্দিনের এটি প্রথম নির্বাচন।

বিধি অনুযায়ী একজন প্রার্থী তার পছন্দনীয় প্রতীক প্রস্তাব করতে পারেন। তবে একই প্রতীক অন্য কোনো প্রার্থী প্রস্তাব করলে দুই প্রার্থীর মধ্যে প্রথমে সমঝোতার প্রস্তাব দেওয়া হবে। সমঝোতায় পৌঁছাতে না পারলে লটারির মাধ্যমে প্রতীক নির্ধারণ করা হয়ে থাকে।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীর জন্য প্রস্তাবিত ১২টি প্রতীক হলো- কমলালেবু, ক্রিকেট ব্যাট, চরকা, দেয়াল ঘড়ি, টেলিস্কোপ, ডিস এন্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ূর, হাতি ও মাছ ।



মন্তব্য চালু নেই