ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন
শেষ সময়ে মনোনয়নপত্র নিলেন মিন্টুর ছেলেও
ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়ার জন্য শেষ সময়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর ছেলে তাবিত আওয়াল।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের শেষ দিন রবিবার দুপুরে তাবিত আওয়ালের পক্ষে সাজ্জাদুল ইসলাম নামে এক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, যদি কোনো কারণে আবদুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বাতিল হয়ে যায়। সে ক্ষেত্রে তার ছেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে উত্তরে মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন আবদুল আওয়াল মিন্টু।
মন্তব্য চালু নেই