টারজানের নায়িকা সানি লিওন

দিলীপ মজুমদার (কলকাতা): জিসম ২ ও রাগিনী এমএমএস ২ পর এবার টারজানের রিমেকের নায়িকা হতে চলেছেন বলিউডের বম্বশেল সানি লিওন l এমনটাই শোনা যাচ্ছে টিনসেল টাউনের অন্দরে l টারজানের রিমেক তৈরি করছেন পরিচালক বি সুভাষ l ৮০ দশকে টারজানের নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল কিমি কাতকারকে l এবার সেই ভূমিকায় দেখা যেতে পারে সানিকে l তাঁর প্রথম দুটি সিনেমায় সানির বোল্ড অভিনয় দেখে ‘জেন’ এর ভূমিকায় বাছাই করেছেন পরিচালক l
রিমেক ছবিতে টারজানের ভূমিকায় দেখা যাবে বিদ্যুত জামওয়ালকে l অন্যদিকে, পুরনো টারজানে অভিনয় করেছিলেন হেমন্ত বিরজে l জংলি পুরুষ টারজানের বিপরীতে শহুরে নায়িকার ভূমিকায় কেমন লাগবে সানিকে তা দেখার জন্য অনেকেই উত্সুক হবেন তা বলাই বাহুল্য l আবার হেমন্ত-কিমি অনস্ক্রিন অভিনয় যেরকম উত্তাপ ছড়িয়েছিল তা রিমেকে বজায় থাকবে কিনা সেটাই দেখার l



মন্তব্য চালু নেই