পাসপোর্টে আঁকিবুঁকি ছেলের , বাবা বন্দি বিদেশে

দিলীপ মজুমদার (কলকাতা): ছিল রুমাল হয়ে গেল বেড়াল l ছিল পাসপোর্ট হয়ে গেল ছেলের আঁকার ড্রয়িং বুক l কি করে সম্ভব এটা l বাস্তবে তাই ঘটেছে এক চিনা ব্যক্তির সঙ্গে l তাঁর চার বছরের ছোট্ট ছেলে আঁকার শখের জন্য তিনি বন্দি দক্ষিণ কোরিয়ায় l কারনটা আর কিছুই নয় l নিজের ছেলেকে নিয়ে তিনি রয়েছেন দক্ষিণ কোরিয়ায় l সেখানেই ওই ব্যক্তির ছেলে আঁকার বই খুঁজে না পেয়ে মনে সুখে রঙিন করে তুলেছে তাঁর পাসপোর্টটিকে l নিজের বাবার ছবিতে সে যত্ন করেছে এঁকেছে গোঁফ দাড়ি l বাকি পাতায় খেয়াল খুশি মত আঁকিবুকিতে ভর্তি l ফলে নাম ঠিকানা ও ছবি কিছুই বোঝা যাচ্ছে না l কার্যত অকেজো হয়ে পড়েছে পাসপোর্টটি l সেখানেই বেধেছে যত গোল l পাসপোর্টটিতে কিছু বোঝা না যাওয়ায় দেশে ফিরতে পারছে না বাবা ও ছেলে l



মন্তব্য চালু নেই