পর্নো ছবি দেখায় তিন বিচারক বরখাস্ত
পর্নো ছবি দেখায় ব্রিটেনের তিন বিচারকে বরখাস্ত করা হয়েছে। অফিসিয়াল আইটি অ্যাকাউন্ট ব্যবহার করে পর্নো ছবি দেখায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগীয় তদন্তদল।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। পর্নোগ্রাফির কনটেন্ট অবৈধ ছিল না। কিন্তু আইন ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
লর্ড চ্যান্সেলর ও লর্ড চিফ জাস্টিসের মতে, এই ধরনের আচরণ ‘অজুহাত দেখানো মতো নয় এবং তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’ ফলে তাদের শাস্তি দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া তিন বিচারক হলেন- জেলা জজ টিমোথি বোয়েলস, অভিবাসন বিভাগের জজ ওয়ারেন গ্রান্ট এবং ডেপুটি জেলা জজ এবং জেলা রেকর্ডার পিটার বুলক।
তবে এই তিন জজ একই সময় একই স্থানে বসে পর্নোগ্রাফি দেখেননি। নিজ নিজ অফিসে কাজের ফাঁকে তারা এই কাজ করেন। আরো এক জজের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমাণিত হলে তাকেও বরখাস্ত করা হবে।
মন্তব্য চালু নেই