ভারতে ঝড়ো বৃষ্টিতে নিহত ১৪
ভারতে ঝড়ো ও ভারি বৃষ্টির কবলে পড়ে নিহত হয়েছে ১৪ জন। রবিসশ্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টির সঙ্গে পারদ পড়েছে।
রোববার এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
নিহত ১৪ জনের মধ্যে ১২ জন রাজস্থানের। প্রচ- গতির ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারি বৃষ্টির কারণে তাদের মৃত্যু হয়েছে। অন্য দুজন নিহত হয়েছে উত্তরাখন্ডে। ভারি বৃষ্টিতে পাথর ধসে চাপা পড়ে এ দুজনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজধানী দিল্লিতে দিনের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে দাঁড়ায় ১৯.৬ ডিগ্রি। দিল্লিতে হিমহিম পরিবেশ বিরাজ করছে।
ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দিল্লিতে রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩ মিলি মিটার। এতে শহরের অনেক অঞ্চল প্লাবিত হয়।
অন্যদিকে প্রবল বাতাস ও ভারি বৃষ্টির কারণে রাজস্থানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বজ্রপাতে ও পারদপাতে লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অনেকেই।
মন্তব্য চালু নেই