আন্দোলনকারীদের ছবি চালাবে না প্রেক্ষাগৃহ গুলো
হিন্দি ও উর্দু ছবি প্রদর্শনের প্রতিবাদে মাঠে নেমেছে দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯টি সংগঠন। তোপের মুখে কয়েকটি প্রেক্ষাগৃহ থেকে আমদানিকৃত একটি হিন্দি ছবি নামিয়ে ফেলা হয়েছে। এমন পরিস্থিতিতে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীদের ছবি প্রেক্ষাগৃহে না চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘সিনেমা হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির পক্ষে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলে, ‘বৈধভাবে আমদানিকৃত ভারতীয় ছবি ‘ওয়ান্টেড’ গত ২৩ জানুয়ারি সারাদেশের প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে চলচ্চিত্র পরিচালক ও শিল্পী সমিতি আমাদের হুমকি দিয়ে আসছে। তারা সিনেমা হল আক্রমণের মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে। ব্যানার ও পোস্টারে আগুন দিয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই পরিচালক সমিতির সহ-সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব মুশফিকুর রহমান গুলজার এবং শিল্পী সমিতির সভাপতি শাকিব খান ও সাধারণ সম্পাদক মিশা সওদাগর গংদের নেতৃত্বে সিনেমা হল আক্রমণের মতো ন্যক্কারজনক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কিংবা ভবিষ্যতেও হওয়ার আশঙ্কা রয়েছে । এই অবস্থায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, তাদের পরিচালিত ও অভিনীত কোনো ছায়াছবি আমাদের সিনেমাহল গুলিতে প্রদর্শিত হবে না।’
এসময় সাইফুল ইসলাম চৌধুরী সংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, অবিলম্বে প্রেক্ষাগৃহ মালিক এবং বুকিং এজেন্টদের সমন্বয়ে একটি যৌথ সাধারণ সভার মাধ্যমে আন্দোলনকারীদের ছবি প্রেক্ষাগৃহে না চালানোর সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ নেয়া হবে।
এদিকে প্রদর্শক সমিতির সহ-সভাপতি সুদীপ্ত কুমার তার বক্তব্যে বলেন, ‘নির্দিষ্ট পরিমাণে ভারতীয় ছবি আমাদের প্রেক্ষাগৃহে প্রদর্শনের পাশাপাশি আমাদের ছবি সেদেশে প্রদর্শিত হলে দেশীয় ছবির মান বাড়বে, দর্শকদের হলে আসা বাড়বে, স্থানীয় বাজার সম্প্রসারিত হবে এবং সিনেমাহল মালিকের পাশাপাশি প্রযোজক, পরিবেশকসহ সকলের আয় বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশীয় ছবিতে মেধা সম্পন্ন ও উন্নত কারিগরি জ্ঞান সম্পন্ন পরিচালক ও শিল্পী কলাকুশলীর আগমন ঘটবে। তাই আমরা দেশীয় চলচ্চিত্র শিল্প ও ব্যবসাকে ধ্বংস করতে নয় বরং ধ্বংসের মুখ থেকে বাঁচাতে ভারতীয় ছবি প্রদর্শনের উদ্যোগ নিয়েছি।’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারন সম্পাদক মিয়া আলাউদ্দিন, কোষাধ্যক্ষ মো. রফিকউদ্দিন, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ, নারায়ণগঞ্জের আয়েশা প্রেক্ষাগৃহের মালিক মেহমুদ হাসান প্রমুখ।
মন্তব্য চালু নেই