শিশুর প্রাণ বাঁচালো বিড়াল
রাশিয়ায় একটি শিশুর প্রাণ বাঁচিয়েছে বিড়াল। আর এ ঘটনার পর রাতারাতি ‘হিরো’ বনে গেছে বিড়ালটি। বিড়ালটিকে এখন পুরস্কার দেয়ার চিন্তা-ভাবনাও চলছে।
দেশটির রাজধানী মস্কোর অবনিস্ক শহরের একটি অ্যাপার্টমেন্টের বাসিন্দারা জানিয়েছেন, তারা অ্যাপার্টমেন্টে প্রবেশ করার সময় মাশা নামের বিড়ালের মিউ মিউ শব্দ শুনে এগিয়ে যান। দেখেন একটি বাচ্চাকে বিড়ালটি তার কোলের মধ্যে রেখে উষ্ণতা দিচ্ছে। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছিল, কয়েক ঘণ্টা ধরে বাচ্চাটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বাচ্চাটিকে দেখে যে সচ্ছল পরিবারের বলেই মনে হচ্ছিল।
অ্যাপার্টমেন্টের বাসিন্দারা বাচ্চাটিকে বিড়ালের কাছ থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করে। অ্যাম্বুলেন্সে বাচ্চাটিকে তোলার সময়ও বিড়ালটি বাচ্চার সঙ্গ ছাড়ছিল না। বাধ্য হয়ে বিড়ালটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, বাচ্চাটির বয়স সর্বোচ্চ দুই মাস হবে। স্থানীয় পুলিশ বাচ্চাটির পিতা-মাতাকে খুঁজছেন।
মন্তব্য চালু নেই