ধর্মবিশ্বাস সমালোচনার যোগ্য: সালমান রুশদি
ফ্রান্সের রাজধানী প্যারিসে চার্লি হেবদোর পত্রিকার কার্যালয়ে হামলা চালিয়ে ১২ জনকে হত্যার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন বিতর্কিত ভারতীয় লেখক সালমান রুশদি। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি সবাইকে ‘ব্যঙ্গাত্মক শিল্পকর্ম রক্ষায়’ এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, অন্যান্য ধারণার মতো ধর্মবিশ্বাসও সমালোচনা, ব্যঙ্গ এবং অবশ্যই আমাদের নির্ভিক অশ্রদ্ধার যোগ্য।
স্থানীয় সময় বুধবার সকালে প্যারিসের বুলেভা রিশা-লোনোয়া সড়কের কাছে অবস্থিত চার্লি হেবদোর পত্রিকার কার্যালয়ে ঢুকে পড়ে তিন হামলাকারী। তাঁদের মধ্যে একজনের হাতে ছিল কালাশনিকভ রাইফেল, একজন বহন করছিলেন রকেট লঞ্চার। হামলায় পত্রিকাটির প্রধান সম্পাদক, ব্যঙ্গচিত্রশিল্পী ও পুলিশ সদস্যসহ ১২ জন নিহত হয়। এ ঘটনায় জড়িত এক সহযোগী ইতোমধ্যে আত্মসমর্পন করেছে।
টুইটার বার্তায় রুশদি বলেন, ‘মধ্যযুগের অকারণ সৃষ্টি ধর্ম, যখন আধুনিক অস্ত্রের সঙ্গে একত্রিত হয় তখন এটি আমাদের স্বাধীনতার জন্য সত্যিকারের হুমকি হয়ে দেখা দেয়। এই সর্বগ্রাসী ধার্মিকতা ইসলামের অন্তস্থলে ভয়ঙ্কর পরিবর্তন এনেছে এবং আমরা প্যারিসে আজ এর মর্মান্তিক পরিণতি দেখলাম।’
তিনি বলেন, ‘আমি চার্লি হেবদোর পাশে আছি। ব্যাঙ্গাত্মক শিল্পকর্ম, যা সবসময় নির্যাতন, অসততা ও নির্বুদ্ধিতার বিরুদ্ধে একটি শক্তি, সেটি রক্ষায় আমাদের সবারই পাশে দাড়ানো উচিৎ। ধর্মের জন্য সম্মানের অর্থ এখন দাড়িয়েছে ধর্মের ভয়। অন্যান্য ধারণার মতো ধর্মবিশ্বাসও সমালোচনা, ব্যঙ্গ এবং অবশ্যই আমাদের নির্ভিক অশ্রদ্ধার যোগ্য।’
১৯৮৯ সালে ইসলামকে ব্যঙ্গ করে লেখা স্যাটানিক ভার্সাস উপন্যাসের জন্য ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সালমান রুশদিকে হত্যার ফতোয় দেন। এ ঘটনার পর দীর্ঘদিন পলাতক ও পুলিশি প্রহরায় জীবনযাপন করেছেন রুশদি।
মন্তব্য চালু নেই