প্যারিসে বন্দুকধারীর গুলিতে আরেক পুলিশ নিহত

গত বুধবারের হামলার পর বৃহস্পতিবার অপর এক হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসের অপর এক পুলিশ নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে বুধবারের হামলাস্থল থেকে যে বন্দুকধারী পালিয়ে গিয়েছিল সেই বন্দুকধারীর গুলিতেই নিহত হয়েছে এই পুলিশ সদস্য।

প্যারিসের দক্ষিণের শহরতলি মঁরুজ এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনা পরবর্তীতে বন্দুকধারী পালিয়ে গেছে বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

প্যারিস পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলা বিষয়ে সুষ্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। তবে গতকালের হামলায় সন্দেহভাজন দুই ভাই সাঈদ কুয়াচি (৩৪) ও শরিফ কুয়াচি (৩২) এই হামলার পেছনে থাকতেও পারে। এখন পর্যন্ত প্যারিস পুলিশ সন্দেহভাজন সাতজনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত বুধবার রাজধানী প্যারিসের চার্লি হেবদোর নামের একটি ম্যাগাজিনের কার্যালয়ে বন্দুকধারীরা হামলা চালাতে ১২জন নিহত হয়। বন্দুকধারীরা পত্রিকা অফিসটিতে ঢুকে সাংবাদিকদের নাম ডেকে ডেকে এলোপাথারি গুলি করে। নিহতদের মধ্যে দুই পুলিশ এবং সম্পাদকসহ চার কার্টুনিস্ট রয়েছে।



মন্তব্য চালু নেই