সিরিয়ায় বিশাল গণকবরের সন্ধান

সিরিয়ার পূর্বাঞ্চলে একটি গণকবরে ২৩০টির বেশি লাশের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা সিরীয় আদিবাসী হত্যা করে এখানে গণকবর দিয়েছে।

লন্ডনভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, গত গ্রীষ্মে সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর আল-জউর প্রদেশে আদিবাসী শেইতাত সম্প্রদায়ের লোকদের সঙ্গে আইএস জঙ্গিদের সংঘর্ষ হয়। এতে অনেক লোক নিহত হয়। সম্প্রতি শেইতাত সম্প্রদায়ের পালিয়ে যাওয়া লোকজন এলাকায় ফিরে এসে গণকবরটি আবিষ্কার করে।

জাতিসংঘ জানিয়েছে, গত আগস্টে ওই এলাকায় গণহত্যা চালানো হয়েছে বলে খবর পাওয়া গিয়েছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, মোহাসান শহরের কাছে তেলখনির দখল নিতে ওই এলাকায় লড়াই করছিল আইএস জঙ্গিরা।

আইএস জঙ্গিদের হামলা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তি জানান, তিনি যখন তার পরিবার নিয়ে পালিয়ে যাচ্ছিলেন, তখন দেয়ালে ঝুলন্ত মানুষের মাথা দেখেছিলেন।

এর আগে জঙ্গিদের প্রচার করা ভিডিওতে শেইতাত সম্প্রদায়ের লোকদের শিরশ্ছেদের চিত্র দেখা গেছে।

তথ্যসূত্র : বিবিসি।



মন্তব্য চালু নেই