সমকামীদের অবস্থা নিয়ে জরিপ প্রকাশিত হবে আজ

বাংলাদেশে সমকামী ও উভকামী জনগোষ্ঠীর প্রকৃত অবস্থা জানার লক্ষ্য নিয়ে সম্প্রতি একটি জরিপ চালানো হয়েছে এবং তার ফলাফল আজ প্রকাশ করা হবে।

বয়েজ অফ বাংলাদেশ এবং সমকামীদের পত্রিকা রূপবান যৌথভাবে এই জরিপ চালিয়েছে।

বাংলাদেশে সমকামী এবং উভকামী মানুষের প্রকৃত সংখ্যা কত তা এখনো অজানা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের ডিন সাবিনা ফাইয রশীদ বলছেন, বাংলাদেশে গে এবং লেসবিয়ান জনগোষ্ঠীর প্রতি সমাজের মূল অংশের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে কিছুটা বদলেছে।

মিস রশীদ বলছেন, এখন পরিস্থিতি বদলাচ্ছে।

এ নিয়ে এখন রাস্তায় র‍্যালী হচ্ছে, সেমিনার হচ্ছে, বা ডকুমেন্টারি হচ্ছে এখন, কিংবা সমকামী মানুষদের অধিকার নিয়ে কথাবার্তা হচ্ছে এখন যা আগে ছিল না।

এখন মানুষ অনেক খোলামেলাভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছে।

মিস রশীদ বলছেন, দেশে বিষয়টি একটি পাবলিক সিক্রেট হলেও, অনেক সময়ই বিষয়টি নিয়ে সবাই চুপ থাকে।

তবে, এইচআইভি এইডস নিয়ে কাজ করার সময়, সরকার স্বীকার করছে যে পুরুষদের মধ্যে সমকামিতা রয়েছে এই দেশে।

বাংলাদেশে গে বা লেসবিয়ানদের বিরুদ্ধে তেমন কোন আইনি নিষেধাজ্ঞা নেই।

কিন্তু সামাজিক ভাবে হেনস্তা হবার ভয়ে মানুষ বেশিরভাগ সময় এই সম্পর্ক বিষয়ে প্রকাশিত হতে চায় না।



মন্তব্য চালু নেই