ওবামার যে চিহ্ন মুছতে পারবেন না ট্রাম্প

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তৈরি করা সমস্ত নিয়ম ও কর্মকর্তাদের সরিয়ে দিতে বেশ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে বিদায়ী প্রেসিডেন্টের একটা চিহ্ন চাইলেও কোনও দিন মেটাতে পারবেন না এই নয়া প্রেসিডেন্ট৷

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান রোভার কিউরিওয়িটির গায়ে একটি অ্যালুমিনিয়াম প্লেটে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর রয়েছে৷ আর এই চিহ্ন চাইলেও কোনও দিন সরাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প৷

সম্প্রতি বিদায়ী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্ক কিউরিওসিটি তাদের ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করেছে ৷ সেই ছবিতে দেখা গেছে, রোভার কিউরিওসিটির একটি অ্যালুমিনিয়াম প্লেটের গায়ে স্বাক্ষর রয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস-প্রেসিডেন্ট জোই বিডেনের৷ এই ছবি প্রকাশ করে তাকে শ্রদ্ধা জানানোর জন্য নাসাকে ধন্যবাদ জ্ঞাপনও করেছেন বারাক ওবামা৷

গত আটবছর ধরে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা৷ গত ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন তিনি৷ কিন্তু তার স্মৃতি চিরতরে রয়ে যাবে রোভারের সামনের সেই অ্যালুমিনিয়াম প্লেটে৷



মন্তব্য চালু নেই