দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হং-ওন পদত্যাগ করেছেন। ফেরি দুর্ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করেন তিনি।
রোববার সকালে দেশটির রাজধানী সিউলে এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন চাং হং-ওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে ফেরি দুর্ঘটনার দায় আমার।
উল্লেখ্য, ১৬ এপ্রিল ৪৭৬ জন যাত্রী নিয়ে ফেরি ডুবির ঘটনা ঘটে সিউলে। যাত্রীদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী এবং শিক্ষক ছিলেন।
এ ঘটনা বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। অবশেষে উদ্ধার তৎপরতা শেষে দুর্ঘটনার জন্য সরকারের এবং নিজের ঘাড়ে দায় নিয়ে পদত্যাগ করলেন চাং হং।
তথ্যসূত্র : বিবিসি ও আলজাজিরা অনলাইন।
– See more at: http://www.risingbd.com/detailsnews.php?nssl=45fa9beaa3d9ea2ad7a09cd68b6a33ae#sthash.mbL4oa20.dpuf
মন্তব্য চালু নেই