আত্মসমর্পণে সাড়া না দেওয়ায় জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান শুরু
আত্মসমর্পণে সাড়া না দেয়ার পর রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে এ অভিযান শুরু হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াতের সদস্যরা ভবনের ভেতরে টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় ভবন থেকে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুলিশের ইন্সপেক্টর শফি আহমেদ আহত হন। পরে এক নারী ও শিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
মন্তব্য চালু নেই