‘সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গিরা’

রাজধানীর আশকোনার ওই বাড়ির ভেতরে থাকা জঙ্গিরা সুইসাইডাল ভেস্ট বা আত্মঘাতী ভেস্টের বিস্ফোরণ ঘটিয়েছে। এরপরই বাড়িটির দিকে একটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে।

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম একথা জানিয়েছেন। তিনি বলেন, এ বিস্ফোরণে বোম ডিসপোসাল ইউনিটের ইন্সপেক্টর শফি আহমেদসহ কয়েকজন আহত হয়েছেন। বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় সাত বছরের একটি শিশুকে উদ্ধার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী কর্মকর্তারা জানান, বাড়ির ভেতরে থাকা তিনজনকে আত্মসমর্পণ করতে বললে বোকরা পরা এক নারী ধীরে ধীরে হেঁটে ঘরে থেকে বের হয়। এ সময় তাকে হাত উঁচু করতে বললে তিনি তা করেনি এবং বোরকা পরা থাকায় বোঝা যাচ্ছিল না তার কোমরে সুইসাইডাল ভেস্ট রয়েছে। ঘরের দরজার কাছে এসে তিনি বিস্ফোরণ ঘটনায়। এতে পুলিশ আহত হয় এবং সাত বছরের শিশুটি আহত হয়।

তবে বাড়ির ভেতরে এখনও তানভীর কাদরির ছেলে আদর রয়েছে। ঘরের ভেতর অনেক বিস্ফোরক থাকায় আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে।



মন্তব্য চালু নেই