রাজধানীতে আইএলও কর্মকতার গাড়ি জব্দ

শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে রাজধানী ঢাকায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক কর্মকর্তার গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুল্ক গোয়েন্দার পাতায় গাড়িটি জব্দ করার খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রিভিলেজড পারসনের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে আজ আইএলও (প্রাক্তন ইউএনডিপি) কর্মকর্তা কিশোর কুমার সিং এর ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। ফেসবুকে জব্দকৃত ‘মারুতি সুজুকি’ ব্র্যান্ডের গাড়িটির ছবিও প্রকাশ করা হয়।

এর আগে প্রিভিলেজড পারসনের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে ২৮ নভেম্বর ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনারের আনা মিতসুবিশি পাজেরো গাড়ি জব্দ করে শুল্ক গোয়েন্দা।

২০১৬ সালে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে অন্তত ৪০টিরও বেশি গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর।



মন্তব্য চালু নেই