যৌন ইচ্ছা বাড়ানোর ওষুধ বানাতে নির্দেশ

উত্তর কোরিয়ার নেতা কিম জন উন জনগণের যৌনতার ইচ্ছা বাড়ানোর ওষুধ তৈরির জন্য দেশটির বিজ্ঞানীর নির্দেশ দিয়েছেন। খবর দ্য সান ও মিররের।

কিম বিজ্ঞানীদের উদ্দেশে বলেছেন, এমন বিশেষ এক ওষুধ তৈরি করুক বিজ্ঞানীরা, যাতে পুরুষরা বিছানায় আরও বেশি সময় কাটাতে পারে। সেই সঙ্গে এতে যেন মানসিক অবসাদ ও শারীরিক নির্লিপ্ততা দূর হয়।

নির্দেশ পাওয়া মাত্র কিমের বিজ্ঞানীরা তিনটি যৌন উদ্দীপক ওষুধ বানানোর কথা জানিয়েছেন।

এর মধ্যে একটি বানানো হয়েছে সাপের নির্যাস থেকে, অন্যটি এক ধরনের সামুদ্রিক জীব থেকে। আর সর্বশেষটি বানানো হয়েছে মাশরুম থেকে।

সাপের খোলস থেকে তৈরি করা বিশেষ ওষুধে মধ্যবয়সী ব্যক্তিদের চর্মরোগ ও যক্ষা নিরাময় হয়।

আর অ্যালকোহলে মাশরুম ডুবিয়ে রেখে আরও এক বিশেষ প্রকারের টনিক তৈরি করা হয়েছে, যা যৌনমিলনের সময় শরীরকে আরও চাঙ্গা এবং মনকে সতেজ রাখবে।

যৌন হতাশাগ্রস্ত পুরুষদের জন্য এই ওষুধ টনিক হিসেবে কাজ করবে বলে বলা হচ্ছে। পরে এটা সারাবিশ্বে রফতানি করারও পরিকল্পনা রয়েছে উত্তর কোরিয়ার।

কিমের দাবি, তার বিজ্ঞানীদের বানানো এই তরল ওষুধ ক্যান্সার ও টিউমার নিরাময়েও সমান কাজ করবে।

কিমের বিজ্ঞানীদের ধারণা, এই ওষুধ কর্মক্ষেত্রে পুরুষদের আরও উদ্দীপক রাখতে সাহায্য করবে।



মন্তব্য চালু নেই