গৌরনদীতে স্মরণকালের সর্ববৃহৎ শোকর্যালী
বরিশাল প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিহত সকল শহিদের স্মরণে মাসব্যাপী কর্মসূচীর অংশহিসেবে শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে স্মরণকালের সর্ববৃহৎ শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে।
সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের আয়োজনে প্রায় দু’কিলোমিটার লম্বা শোকর্যালীর নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ, ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদ, জিএস জাহিদুল ইসলাম, এজিএস রেজভী জামান রিয়াদ।
শোকর্যালী শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হারিছুর রহমান, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ নয়ন শরীফ প্রমুখ।
মন্তব্য চালু নেই