যেকোনো মূল্যে আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করব : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘যেকোনো মূল্যে আমরা দেশে শান্তি প্রতিষ্ঠা করব।’

তিনি বলেন, ‘আমরা রক্ত ঝরাতে চাই না। যারা এখনো খারাপ কাজে আছেন তারা ফিরে আসুন। না আসলে ছাড় দেওয়া হবে না।’

রোববার বরিশালে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা বনদস্যুদের কাজে সহযোগিতা করছেন তারাও আত্মসমর্পণ করেন। যারা আত্মসমর্পণ করছেন তাদের সহযোগিতা করছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি আরো বলেন, ইসলামের নামে যারা আজ দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, একের পর এক বাহিনী আত্মসমর্পণ করায় সুন্দরবন জলদস্যু-বনদস্যু শূন্য হতে যাচ্ছে। এখন শুধু পূর্ব সুন্দরবনের দুটি বাহিনী রয়েছে। এই দুটি বাহিনীকে আত্মসমর্পণের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এ সময় স্থানীয় সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশালের ডিআইজি শেখ মো. মারুফ হোসেন, পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই