শান্তিনগরে এখন শুধুই অশান্তি

রাজধানীর শান্তিনগর। নামের মধ্যে শান্তি শব্দটি থাকলেও এ স্থানটিতে বৃষ্টি হলেই নেমে আসে অশান্তি। গত কয়েকদিন আগে বৃষ্টি হলেও এখনও জমে আছে পানি, তাই ভোগান্তিতে নগবাসী। যেন দেখার কেউই নেই।

সরেজমিনে দেখা যায়, শান্তিনগর, মালিবাগ, মৌচাকে রাস্তায় জমে আছে পানি। এতে যানবাহনসহ সাধারণ মানুষকে চলা-ফেরা করতে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পানি আর কাঁদার মধ্যেই করতে হচ্ছে চলাফেরা।

এদিকে পানি নিষ্কাশনের ব্যবস্থাও এ এলাকাগুলোতে অনেক দুর্বল। তাই একটু বৃষ্টি হলেই জমে যায় পানি। আর এ পানি সরতে কয়েকদিন সময় পর্যন্ত লেগে যায়। অন্যদিকে মৌচাক-মগবাজার ফ্লাইওভার প্রকল্পে শান্তিনগর, মালিবাগ, মৌচাক অংশে চলছে কাজ। তাই এ অংশে গর্ত করা হয়েছে ফ্লাইওভারের জন্য। এছাড়া আছে একাধিক খানাখন্দ। সবমিলিয়ে রাস্তায় এখনও জমে আছে পানি।

জমে থাকা পানি আর রাস্তার ধুলো মিলে তৈরি হয়েছে কাঁদা। এ কাঁদার মধ্যেই পড়ে প্রতিদিন আহত হচ্ছেন অনেকেই। এছাড়া রাস্তায় বের হলেই কাঁদা-পানিতে গায়ের পোশাক হচ্ছে নোংরা।

মৌচাকের বাসিন্দা মোঃ কাইউম বলেন, পানি জমে থাকার কারণে হাঁটা-চলায় সমস্যা হয়, জামা-কাপড় নোংরা হয়ে যায়।



মন্তব্য চালু নেই