মাহি এখন শ্বশুরবাড়ি
অনেকটা হুট করেই বিয়ে করেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহির প্রকৃত নাম শারমীন আক্তার নীপা।
সিলেটের কদমতলি এলাকার বাসিন্দা ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সাথে চার বছরের পরিচয় থেকে প্রণয়ে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। গত বুধবার (২৫ মে) বিয়ের পর আজ শুক্রবার নিজের শ্বশুরালয়ে গিয়েছেন মাহি।
শুক্রবার বেলা আড়াইটার দিকে বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান মাহিয়া মাহি। এখন মাহি তার শ্বশুর বাড়িতে রয়েছেন বলে জানিয়েছেন তার শ্বশুর আবদুল মান্নান।
তিনি জানান, বিমানযোগে সিলেটে আসার পর অপু ও মাহি বাড়িতে পৌঁছেছে। এখন তারা বাড়িতেই রয়েছেন।
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলি এলাকায় ‘স্বর্ণশিখা’ নামক অপুদের বাড়িতে পৌঁছার পর তারা দুপুরের খাবার খেয়েছেন বলেও জানিয়েছেন আবদুল মান্নান।
মন্তব্য চালু নেই