কিশোরগঞ্জে চতুর্থ দফায় ইউপি নির্বাচন সম্পন্ন

খাদেমুল মোরসালিন শাকীর,কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়নে শনিবার চতুর্থ দফায় ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে।

সকাল ৮টায় ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নে স্বতন্ত্র প্রাথী আলহাজ্ব মোঃ ফজলার রহমান (ঘোড়া) প্রতীক নিয়ে ৫ হাজার ৩শ’৪৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ বেনজির আহম্মেদ (নৌকা) প্রতীক নিয়ে ৩ হাজার ২শ’ ৩২ ভোট পেয়েছেন। পুটিমারী ইউনিয়নে মোঃ আবু সায়েম (লাঙ্গল) প্রতীক নিয়ে ৭ হাজার ৭শ’ ৮৭ ভোট পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদন্ধী আলহাজ শহিদুল ইসলাম (নৌকা) প্রতীক নিয়ে ৬ হাজার ৭শ’ ৭২ ভোট পেয়েছেন। নিতাই ইউনিয়নে মোঃ ফারুক উজ জামান (নৌকা) প্রতীক নিয়ে ৪ হাজার ৭শ’ ৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদন্ধী মোঃ শাহিনুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক নিয়ে ৩ হাজার ৯ শ’৭৪ ভোট পায়। বাহাগিলী ইউনিয়নে মোঃ আতাউর রহমান শাহ (নৌকা) প্রতীক নিয়ে ৩ হাজার ৯শ’ ১৩ ভোট পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদন্ধী এ কে এম আমিনুল (ঘোড়া) প্রতীক নিয়ে ৩ হাজার ২শ’ ৫২ ভোট পেয়ে জয়লাভ করেন। চাঁদখানা ইউনিয়নে মোঃ হাফিজার রহমান (লাঙ্গল) প্রতীক নিয়ে ৩ হাজার ৬শ’ ৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদন্ধী মোঃ নাজিম উদ্দিন আলম (নৌকা) প্রতীক নিয়ে ৩ হাজার ৪শ’ ২৯ ভোট পেয়েছেন। কিশোরগঞ্জ ইউনিয়নে মোঃ আনিছুর রহমান আনিছ (নৌকা) প্রতীক নিয়ে ৬ হাজার ৭’ ৮২ ভোট পেয়ে জয়ী জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদন্ধী এটি এম আনিছুর রহমান আনু (আনারস) প্রতীক নিয়ে ৩ হাজার ৯শ’৯৩ ভোট পেয়েছেন। রণচন্ডি ইউনিয়নে মোঃ মোখলেছুর রহমান বিমান (নৌকা) প্রতীক নিয়ে ৫ হাজার ৪শ’ ১৮ ভোট পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদন্ধী মোঃ এনামুল হক (আনারস) প্রতীক নিয়ে ৩ হাজার ৬শ’ ১৯ ভোট পেয়েছেন। গাড়াগ্রাম ইউনিয়নে মোঃ মোসাদ্দেক হোসেন (মটর সাইকেল) প্রতীক নিয়ে ৪ হাজার ৯শ’ ৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তপন কুমার সরকার (নৌকা) প্রতীক নিয়ে ৩ হাজার ৭শ’ ২৭ ভোট পেয়েছেন । মাগুড়া ইউনিয়নে মোঃ মাহামুুদুল হোসেন সিহাব (দুটি পাতা) প্রতীক নিয়ে ৫ হাজার ১শ’ ৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন । তার নিকটতম প্রতিদন্ধী মোঃ আখতারুজ্জামান মিঠু (লাঙ্গল) প্রতীক নিয়ে ৪ হাজার ৮শ’ ৫ভোট পেয়েছেন। কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনোয়ার হোসেন বে-সরকারী ভাবে ফলাফল ঘোষনা করেন।



মন্তব্য চালু নেই