জামালপুরে ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের গুলি
তৃতীয় ধাপে জামালপুরের ইসলামপুর উপজেলায় ৪টি ইউনিয়নে নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা ইউনিয়নের পোড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি।
চার ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে গোয়ালেরচর ইউনিয়নে হারুন অর রশিদ নামে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মন্তব্য চালু নেই