ইউপি সদস্য প্রার্থীকে কুপিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আকতার হোসেন খন্দকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি প্রহলাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী ছিলেন।
মঙ্গলবার গভীর রাতে তাকে হত্যা করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আকতার হোসেন রাতে একটি অনুষ্ঠান থেকে আমুনা বনকরা এলাকার বাসায় ফিরছিলেন। আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
মন্তব্য চালু নেই