৭০০ কেজির কুমড়া!
ভাবতে অবাক লাগলেও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার এক কুমড়াচাষী ৭০০ কেজি ওজনের কুমড়া উৎপাদন করেছেন।
তার ক্ষেতের বিশাল আকারের ৭টি কুমড়ার মোট ওজন হয়েছে সাড়ে তিন হাজার কেজিরও বেশি।
সবচেয়ে বড়টির ওজন ৭০০ কেজি আর সবচেয়ে ছোটটির ওজন হয়েছে ৪০০ কেজি।
কেইথ এডওয়ার্ডস নামের ওই চাষী শখ করে এই বিশাল জাতের কুমড়ার চাষ করে থাকেন। গত চার বছর ধরেই তিনি এ জাতের কুমড়ার চাস করছেন। তবে এ বছরই সবচেয়ে বড় কুমড়ার দেখা পেয়েছেন।
তিনি জানিয়েছেন, এই কুমড়াগুলো উৎপাদন করতে তাকে দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে। কারণ প্রবল বাতাস, বৈরি আবহাওয়া ও পোকামাকড় কুমড়ার বড় শত্রু।
তিনি জানিয়েছেন, কুমড়াগুলো দিনে ১২ কেজি করে বড় হয়েছে।
মন্তব্য চালু নেই