ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণ, নিহত ১০
তুর্কির পর্যটন কেন্দ্র হিসেবে খ্যাত ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক সুলাতানাহমেতে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণটি ঘটে স্থানীয় সময় সকাল ১০ টার সময় ব্লু মস্ক মসজিদের নিকটে।
তুর্কির বেশ কয়েকটি সংবাদে জানানো হয়েছে, বিস্ফোরণের পেছনে আত্মঘাতী বোমারুরা জড়িত থাকতে পারেন। বিস্ফোরণের পরপর ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
সাম্প্রতিক সময়ে ইস্তাম্বুলে বামপন্থী দলগুলোর দ্বারা বেশ কিছু বিক্ষিপ্ত হামলার ঘটনা ঘটেছে। সেইসাথে দক্ষিণপূর্ব তুর্কিতে অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যাওয়ায় তুর্কি বাহিনী এবং কুর্দি বাহিনীর মধ্যেও সংঘর্ষের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
তাছাড়া তুর্কিতে ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনও এর আগে কয়েকবার হামলা করেছিল। যেমন, গত অক্টোবর মাসে দুটো আত্মঘাতী বোমা হামলায় রাজধানী আনকারায় নিহত হয়েছিলেন একশোর বেশি মানুষ। আবার গত জুলাই মাসে সিরিয়া সীমান্তের কাছে হামলায় নিহত হন ৩০ জন।
মন্তব্য চালু নেই