ইস্তাম্বুল হামলা: নিহতরা বিদেশি, হামলাকারী সিরীয়

তুরস্কের ইস্তাম্বুলের একটি পর্যটনকেন্দ্রে মঙ্গলবারের আত্মঘাতী বোমা হামলার ঘটনায় আহত এবং নিহতদের সবাই বিভিন্ন দেশের
নাগরিক বলে নিশ্চিত করেছেন তুরস্কের উপ-প্রধানমন্ত্রী নোমান খুরতুলমুশ। এছাড়া হামলাকারী পুরুষ সিরীয় নাগরিক বলেও জানিয়েছেন তিনি।

ইস্তাম্বুল জেলা প্রশাসনের পক্ষ থেকে রলা হয়েছে, হামলায় নিহত ১০ জনের মধ্যে নয়জন জার্মান, একজন নরওয়ের নাগরিক। এছাড়া পেরুর
দুই নাগরিক আহত হবার কথাও বলা হয়েছে জেলা প্রশাসন থেকে। তবে নিহতদের মাঝে হামলাকারী সিরীয় নাগরিক ছাড়া আর কারো পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

হামলার পরপরই এলাকায় বাড়তি পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্য পাঠায় জেলা প্রশাসন। এসময় সাময়িক সম্প্রচার নিষেধাজ্ঞাও জারি করা হয় এলাকাটিতে। আঙ্কারার প্রধানমন্ত্রী দপ্তরে জরুরী নিরাপত্তা বৈঠকে বসেন প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলুসহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরা।

এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান। সন্ত্রাসীর সিরীয় সম্পৃক্ততা থাকায় কাজটি আইএস বা
পিকেকে করে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি। সন্ত্রাসী যেই হোক না কেন দেশ হিসাবে সন্ত্রাস-বিরোধী অবস্থানে তুরস্কের অটুট থাকার
কথার ব্যক্ত করেছেন এরদোগান।

বিদেশী পর্যটকদের ওপর এ হামলার পর নিরাপত্তার বিষয়টি নতুন করে ভাবতে হচ্ছে তুরস্ককে। এছাড়া আইএস-বিরোধী জোটে তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়ন ও জার্মানির সম্পর্কও নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই