এসএমএসে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
আগামীকালের পৌরসভা নির্বাচনে ভোটাররা ঘরে বসেই ভোটকেন্দ্রের নাম নিজেদের মোবাইলফোনের এসএমএম বার্তায় জানতে পারবেন। মোবাইলফোনে ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য জানানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এজন্য ভোটারকে তার মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে পিসি লিখে স্পেস দিয়ে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর লিখতে হবে। এরপর তা ১৬১০৩ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি মেসেজে ভোটারকে তার ভোটকেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেয়া হবে।
যাদের এনআইডি নম্বর ১৩ ডিজিটের, তাদের এনআইডি নম্বরের আগে জন্মসাল লিখতে হবে।
কমিশনের সিস্টেম ম্যানেজার রফিকুল হক জানান, সবগুলো মোবাইল ফোন অপারেটর থেকেই নির্দিষ্ট চার্জ প্রদান সাপেক্ষে ভোটাররা এ সেবাটি পাবেন। কেবল ভোটের দিনই এ সেবা কার্যকর থাকবে।
স্বাধীনতার পরে দেশে ৮ বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালের ৩১ ডিসেম্বর প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৭৭ সালের ১৩ আগস্ট, ১৯৮৪ সালের ১১ ফেব্রুয়ারি, ১৯৮৯ সালের ২৮ জানুয়ারি, ১৯৯৩ সালের ৩০ জানুয়ারি। ১৯৯৯ সালে ২৩ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৪ সালের ৫ মে থেকে ১০ মে পর্যন্ত দেশব্যাপী ১১৫ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২০১১ সালের মার্চের তৎকালীন ৩০৯ পৌরসভার মধ্যে ২৬৯ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়। এবার ৩২৩ পৌরসভার মধ্যে একসাথে ২৩৪টিতে ভোটগ্রহণ হচ্ছে।
মন্তব্য চালু নেই