নির্বাচন পর্যক্ষণে ইসির বিশেষ সেল

আসন্ন পৌর নির্বাচনে সারাদেশের আইনশৃঙ্খলাসহ সামগ্রিক নির্বাচন পরিস্থিতি পর্যবক্ষণের জন্য একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করছে নির্বাচন কমিশন (ইসি)।এ জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক (এনআইডি) ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ আবু সালেহকে প্রধান করে ৭ সদস্যের একটি মিনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসেনি।

সোমবার দুপুরে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ সচিব শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ সদস্যের ওই মনিটরিং কমিটির মধ্যে থাকবেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব পর্যায়ের একজন কর্মকর্তা, পুলিশের এসপি পর্যায়ের এক জন কর্মকর্তা, র‌্যাব, বিজিবি ও আনসার বাহিনীর মেজর পর্যায়ের একজন করে প্রতিনিধি এবং আর্ম পুলিশ ব্যাটালিয়ানের এসপি পর্যায়ের একজন কর্মকর্তা।

ইসি কর্মকর্তারা জানান, ৩০ ডিসেম্বর পৌর নির্বাচনের দিন ইসির সম্মেলন কক্ষে বসে মনিটরিং কমিটির সদস্যরা অনলাইনে, টিভিতে, ফোন এবং অন্যান্য মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

নির্বাচনকালীন কোথায় অনিয়ম, বিশৃঙ্খলা গোচরিভূত হলে তারা বিষয়টি দ্রুতি ইসিকে অবহিত করবেন এবং ইসি কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।



মন্তব্য চালু নেই