কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাই হলে ভোট বন্ধ

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, নির্বাচন কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। ভোটগ্রহণের দিন কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাই হলে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করে দিতে হবে। নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করে তিনি।

আজ শনিবার দুপুরে মানিকঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ বারণ করা হয়নি। বুথের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। তাহলে ভোটারদের ভোট গ্রহণে সমস্যার সৃষ্টি হতে পারে। এ কারণেই নির্বাচন কমিশন বুথের ভেতর থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী মো. আসাদুজ্জামান কবির, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রায় চারশ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার অংশ নেন।



মন্তব্য চালু নেই