চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধ এড়ানো সম্ভব হবে না
আমেরিকার বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের রাজনীতিক মনে করছেন, চীনের সঙ্গে ভবিষ্যত যুদ্ধ এড়ানো সম্ভব হবে না। মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ও এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স রিভিউ’র সিনিয়র এডিটর জেফরি স্টেইনবার্গ এ কথা জানিয়েছেন।
ইরানরে প্রেস টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন,আমেরিকার ভেতরে কয়েকজন রাজনীতিক আছেন যারা মনে করেন দিন দিন উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে চীন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ সামরিক শক্তি হয়ে উঠছে; অন্যদিকে মার্কিন শক্তি কমছে। এছাড়া, আরো কিছু বিষয় রয়েছে যার কারণে চীনের সঙ্গে সামরিক সংঘাত এড়ানো সম্ভব হবে না।
মার্কিন এ বিশ্লেষক বলেন, আমেরিকার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার প্রচেষ্টা এবং দক্ষিণ চীন সাগর এলাকায় উত্তেজনা কমানোর উদ্যোগ সত্ত্বেও মার্কিন সরকার চীনকে ঘিরে ফেলার নীতি নিয়েছে। চীনেও বহুসংখ্যক মানুষ মনে করেন, সম্ভাব্য সামরিক সংঘাতের জন্যই চীনকে ঘিরে ফেলার কর্মসূচি নিয়েছে ওবামা প্রশাসন। স্টেইনবার্গ বলেন, চীনা লোকজনের এই ভাবনা মোটেই অযৌক্তিক নয়।
মন্তব্য চালু নেই