রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বেশিরভাগ মন্ত্রীই দেশের বাইরে

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সরকারের বেশিরভাগ মন্ত্রীই দেশের বাইরে অবস্থান করছেন।
হজ করতে বুধবার প্রথম প্রহরে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি। দেশে ফিরবেন আগামী ১০ অক্টোবর।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বলেন, সৌদি বাদশাহর রাষ্ট্রীয় আমন্ত্রণে রাষ্ট্রপতি এবার হজে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে রাত ২টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের পর যুক্তরাজ্য হয়ে দেশে ফিরবেন বৃহস্পতিবার।

একই সময়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও সরকারের ১৩ জন মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব ছাড়াও বেশ কয়েকজন সচিবের বাইরে অবস্থানকে ‘বিরল’ বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আকবর আলি খান।

বর্তমান সরকারে মন্ত্রীর সংখ্যা ৫১।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম সভায় যোগ দিতে ২১ সেপ্টেম্বর বেশ কয়েকজন মন্ত্রীকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী।



মন্তব্য চালু নেই