সাতক্ষীরা ও কলারোয়া পৌর নির্বাচন: বিএনপির মনোনয়ন পেলেন চিশতি ও আক্তারুল

সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যথাক্রমে তাসকিন আহম্মেদ চিশতি ও গাজী আক্তারুল ইসলাম। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে।

আগামি ৩০ ডিসেম্বর অনষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে চিশতি ও আক্তারুল ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাতক্ষীরা জেলায় দু’টি পৌরসভা। সাতক্ষীরা সদর ও কলারোয়ার এ দু’টি পৌরসভাতেই সাবেক ছাত্রদল নেতাদ্বয়কে দলের মনোনয়ন দিলো বিএনপি।

তাসকিন আহমেদ চিশতি
তাসকিন আহমেদ চিশতি

সাতক্ষীরা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলহাজ্ব তাসকিন আহম্মেদ চিশতি এবারই প্রথম সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

গাজী আক্তারুল ইসলাম
গাজী আক্তারুল ইসলাম

অপরদিকে, গত পৌরসভা নির্বাচনে কলারোয়ায় প্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তৎকালিন উপজেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমানে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক গাজী আক্তারুল ইসলাম মেয়র পদে নির্বাচিত হন। সেবার তিনি দলের বিদ্রোহী প্রার্থী হলেও এবার তিনি কেন্দ্রীয় বিএনপি থেকে দলের মনোনয়ন পেলেন। কয়েক মাস আগে এলজিআরডি মন্ত্রণালয় তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে।



মন্তব্য চালু নেই