শিবির সভাপতিসহ গ্রেপ্তার ৪
সিলেট মহানগরের শিবিরের সাবেক সভাপতিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।
শনিবার ভোরে নগরীর আখালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট দিলওয়ার হোসেন শামীম, মাওলানা সাব্বির আহমদ, অ্যাডভোকেট রুবেল ও রাজীব আহমদ।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।’
মন্তব্য চালু নেই