আল আকসায় ফের সংঘর্ষ

জেরুজালেমের সীমানায় আল আকসা মসজিদে রোববার ফের মুখোশ পরিহিত ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈদুল আযহার শেষ দিনে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি তরুণরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছিল। এ সপ্তাহে আল আকসাকে কেন্দ্র করে অস্থিরতা ক্রমেই বাড়ছে।
আল আকসা মুসলমানদের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান। তবে মুসলমানরা মসজিদে ইহুদিদের প্রবেশের অনুমতি দেয় না। অনেকটা ভীতি থেকে এমনটা করা হয় যেন মসজিদের নিয়ম শৃঙ্খলায় কোনো পরিবর্তন চলে না আসে। এ কারনে ইহুদিরা মসজিদে প্রবেশের অনুমতি পান তবে সেখানে প্রার্থনা করার অনুমতি তাদেরকে দেওয়া হয় না।
ওই ঘটনার পর পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
































মন্তব্য চালু নেই