কর ফাঁকি : নেইমারের সম্পত্তি জব্দ

কর ফাঁকির মামলায় ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমারের ৩ কোটি ৩১ লাখ পাউন্ড মূল্যের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন দেশটির এক আদালত।

সাও পাওলো কেন্দ্রীয় আদালত রায়ে বলেছেন, এই বার্সেলোনা তারকা ৬ কোটি ৩০ লাখ ব্রাজিলীয় রিয়াল বা ১ কোটি ৫ লাখ পাউন্ড কর ফাঁকি দিয়েছেন। লা লিগায় যাওয়ার আগে ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে এই অপরাধ করেন তিনি।

তবে কর ফাঁকির পরিমাণের চেয়ে অর্থ জব্দের পরিমাণটা অনেক বেশি হওয়ার পেছনে যুক্তি হিসেবে আদালত বলেছেন, ওই টাকার সুদ ও জরিমানা বাবদ এবং ভবিষ্যৎ নিরাপত্তা হিসেবে এই টাকা রেখে দেয়া হবে।

যেসব সম্পত্তি জব্দ করা নির্দেশ দেয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- নেইমারের বেশ কয়েকটি ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি, বাবা ও তার যৌথ মালিকানার তিনটি কোম্পানি।



মন্তব্য চালু নেই