বাহরাইনে দুই বাংলাদেশী শ্রমিক নিহত
বাইরাইনে দুর্ঘটনায় বাংলাদেশের দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সিমেন্ট কংক্রিট মিশ্রণ কারখানায় দুর্ঘটনা ঘটলে তারা নিহত হন।
বাহরাইনভিত্তিক ডেইলি ট্রিবিউন নিউজ (ডিটি নিউজ) এ সংবাদ প্রকাশ করেছে।
সংবাদমাধ্যমটি বাংলাদেশি নিহত দুই শ্রমিকের নাম প্রকাশ না করলেও অসমর্থিত সূত্রে জানা যায়, নিহতরা হলেন বিল্লাল হোসেন ও ইউনুস শিকদার।
বাংলাদেশে কোথায় তাদের বাড়ি তা জানা যায়নি। এ বিষয়ে সে দেশের বাংলাদেশ দূতাবাসের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।
ডেইলি ট্রিবিউন নিউজ জানায়, এই দুই বাংলাদেশি অবৈধভাবে বাহরাইনে অবস্থান করছিলেন। ডিটি নিউজ তাদের সংবাদের শিরোনাম করে- ‘তারা অবৈধভাবেই মারা গেল’।
এ ঘটনার পর পরই শ্রমমন্ত্রী জামীল হুমাইদান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
সংবাদমাধ্যমটি জানায়, দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রমমন্ত্রী সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ, বাইরাইনে অবৈধভাবে বসবাসকারী কোনো দেশের নাগরিককে সেদেশে কোনো কারখানায় কাজ পাওয়ার কথা নয়।
এর আগে মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিককে সেদেশ থেকে বের করে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য চালু নেই