কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী তিন বাংলাদেশি নাগরিকের। নিহত ওই তিন বাংলাদেশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দোহা নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় তিন বাংলাদেশিকে বহনকারী প্রাইভেটারকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত তিনজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), নেতড়া গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন (৩৫) ও সাঙ্গিশ্বর গ্রামের ওমর ফারুক ভূঁইয়া ওরফে মিয়া (৪০)।

নিহত বাংলাদেশিদের পরিচিত একটি সূত্র বলছে, শুক্রবার রাত থেকে নিহত তিনজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে কাতারের বিভিন্ন জায়গায় তাদের বিষয়ে খোঁজ নেয়া হয়। সন্ধান না পাওয়ায় কাতারের দোহা নিউ সানাইয়া এলাকার হাসপাতালে ওই তিন বাংলাদেশির মরদেহ পাওয়া যায়।

তবে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রমসচিব রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।



মন্তব্য চালু নেই