সিঙ্গাপুরে বিনিয়ালে চিত্রকর্ম প্রদর্শনীতে প্রথমবারের মত বাংলার কন্ঠের অংশগ্রহণ

সিঙ্গাপুর আর্ট মিউজিয়াম কর্তৃক আয়োজিত সিঙ্গাপুর বিনিয়ালে আজ অপরাহ্ণে ভারতের ত্রিপুরার ভাস্কর্য শিল্পী রাথিন বর্মণের বানানো চিত্রকর্ম প্রদর্শিত করা হয়েছে। ভাস্কর্য শিল্পী রাথিন বর্মণ চিত্রকর্মে তিনি তুলে ধরেন অভিবাসী শ্রমিকদের লিটল ইন্ডিয়ার বাসস্থান, জীবন বাসস্থান, নদীমাতৃক বাংলাদেশ এবং স্বদেশ স্মৃতি তুলে ধরেন। সিঙ্গাপুর বিনিয়ালের আমন্ত্রণে প্রদর্শনীতে সিঙ্গাপুর থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা “বাংলার কন্ঠ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক একে,এম মোহসিনের আহ্বানে প্রদর্শনীতে সিঙ্গাপুর অভিবাসী কবিরা অংশগ্রহণ করেন ও কবিতা আবৃতি করেন। কবিতা আবৃতি করেন যথাক্রমে কবি অসিত কুমার বাঙ্গালী, রাশিদুল ইসলাম জুয়েল, মহসীন আকবর,মোহাম্মদ শহিদুল ইসলাম, নীলিমা নুপুর,হাসনাত মিলন,মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ও কনক বেলাল।

এছাড়াও নারী সংবাদ কর্মী রোকেয়া লিটা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামে সিঙ্গাপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রদর্শনীতে অংশ নেন ও অভিবাসী কবিদের কবিতা আবৃতি শোনেন। প্রদর্শনী ও অভিবাসী কবিদের কবিতা আবৃতি শেষে ভূয়সী প্রশংসা করেন। উল্লেখ্য বাংলাদেশের চিত্র শিল্পী মোনেম ওয়াসিফ তার চিত্রকর্মে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার প্রতিচ্ছবি তুলে ধরেন।



মন্তব্য চালু নেই