কেবল সম্মুখযুদ্ধে ইসরাইলের ৯১ জন সেনা নিহত হয়েছে: হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বলেছে, ইহুদিবাদী ইসরাইল তাদের নিহত সেনাদের যে সংখ্যা তুলে ধরেছে তা মোটেই সঠিক নয়।

কাসসাম ব্রিগেড আজ খুব ভোরে এক বিবৃতিতে তাদের হামলায় ইসরাইলি সেনা নিহতের ব্যাপারে এক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত ৯১জন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ ছাড়া, শতাধিক ইহুদিবাদী সেনা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে অন্তত একজনের অবস্থা সংকটাপন্ন।

ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড আরো জানিয়েছে, এই ৯১জন ইহুদিবাদী সেনা কেবল সম্মুখ যুদ্ধে নিহত হয়েছে। কিন্তু এর বাইরে হামাসের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় যেসব সেনা নিহত হয়েছে তাদেরকে এ হিসাবের মধ্যে ধরা হয়নি।

এদিকে ইহুদিবাদী ইসরাইল তাদের সেনাদের মনোবল ধরে রাখার জন্য নিহত সেনা সংখ্যা কমিয়ে দেখানোর চেষ্টা করছে এবং এ ব্যাপারে গণমাধ্যমের সংবাদ প্রকাশের ওপর কড়াকড়ি আরোপ করেছে। এ যুদ্ধে মাত্র ৪১জন সেনা নিহত হয়েছে বলে ইসরাইল দাবি করছে।



মন্তব্য চালু নেই